Monday, March 24, 2025
বাড়িরাজ্যটেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বলে জানান মুখ্যমন্ত্রী

টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বলে জানান মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : টেট ওয়ানে ১ হাজার ৬১৫ জন এবং টেট টু -তে ১,৬৪৩ টি শূন্যপদ থাকা সত্ত্বেও টেট উত্তীর্ণদের কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে ? মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে এই প্রশ্নটি উত্থাপন করেন বিধায়ক নির্মল বিশ্বাস। এর জবাবে মুখ্যমন্ত্রী জানান শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। কারণ টেট ওয়ানে অস্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে ২০১৮ সালের ২৮ জুন।

 এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়ার কাজ পুনরায় শুরু করা হবে। টেট টু অর্থাৎ স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলসে কিছু সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস সংশোধন করার বিষয়টি দপ্তরে প্রক্রিয়াধীন। এর পরিপ্রেক্ষিতে বিধায়ক নির্মল বিশ্বাস শিক্ষক স্বল্পতায় জর্জরিত বিদ্যালয়গুলির সমস্যা দূরীকরণে রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন? মুখ্যমন্ত্রী এর উত্তরে বলেন, টেট ওয়ান এবং টেট টু নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম সরকার অনুসরণ করছে তার পরিপ্রেক্ষিতে এর উত্তরের জবাব আসে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য