স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : রাজধানীর কুঞ্জবন এলাকার দীপক সাহা নামে এক ব্যক্তির রেশন শপ থেকে চুরির ঘটনায় তদন্তে নেমে অভিযুক্ত পাঁচজন চোরকে জালে তুললো এন সি সি থানার পুলিশ। পুলিশ জানায় দীপক সাহার রেশন শপ থেকে দুই লক্ষাধিক টাকা ও বাড়ি থেকে তিনটি গ্যাসের সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনার তদন্তের নামে প্রথম পর্যায়ের ৬ জনকে আটক করে তিনটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে। তাদের জিজ্ঞাসা মূলে পুলিশ বুধবার আরও পাঁচজনকে আটক করে।
পুলিশ প্রাথমিক পর্যায়ে তাদের কাছ থেকে জানতে পারে যে টাকাগুলি চুরি করেছিল সেগুলি তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। পুলিশ জানায় আজকের তাদের আদালতে তোলা হবে। তাদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে বাকি তথ্য জানতে পারবে। চুরি যাওয়া অর্থ রাশি উদ্ধার করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন ওসি। এই ঘটনায় ধৃত তিনজনের মধ্যে তিনজন আগেও এ ধরনের ঘটনায় জড়িত ছিল বলে জানা যায় পুলিশের কাছ থেকে।