স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : আগরতলা শহরের কুমারী টিলা এলাকায় জাকিয়ে বসেছে নেশা কারবারিরা ব্যবসা। বহু বাড়িতে বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ এলাকার জহর নন্দীর বাড়িতে অভিযান চালায়।
অভিযানে উদ্ধার হয়েছে ড্রাগসের কৌটা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তারপর পুলিশ জালে তুলে বাড়ির কর্তা বাবুকে এবং মহিলাকে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জহর নন্দীর বোনের বক্তব্য এলাকায় বাড়ি বাড়িতে বিক্রি হয় নেশা সামগ্রী, এবং বহু বাড়ি মানুষ এগুলো সেবন করছে। পুলিশের ধারণা তাদের সাথে জড়িত রয়েছে নেশা কারবারিদের গ্যাং। এলাকায় সাধারণ মানুষের অভিযোগ প্রতিনিয়ত তারা ড্রাগস সহ বিভিন্ন দেশে সামগ্রী বিক্রি করে চলেছে। পুলিশ নিয়মিত অভিযান চালালে আরো বহু অভিযুক্ত চালে উঠবে বলে ধারণা এলাকাবাসীর।