Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যবাস গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যাংক কর্মী, চায়ের দোকানের উপর উল্টে...

বাস গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যাংক কর্মী, চায়ের দোকানের উপর উল্টে গেলো লরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : রাস্তার ধারে চায়ের দোকানের উপর উল্টে গেলো সরকারি ধান বোঝাই লরি। ঘটনা বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস সড়কে৷ বিলোনিয়া বড়পাথরী থেকে সরকারি ধান নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল TR 01 V 1623 নম্বরের লরি। গাড়িটি বিশালগড় বাইপাস সড়কের ব্লক এলাকায় আসতেই চাকা ফেটে একটি চায়ের দোকানের উপর উল্টে যায়। দুর্ঘটনার পর গাড়ি থেকে  চালক বেরিয়ে যায়।

 তবে এ সময় চায়ের দোকানেও কেউ ছিলনা। ফলে হতাহতের খবর নেই। এদিকে বাস গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যাংক কর্মী। মঙ্গলবার সকালে সোনামুড়ার রাঙামাটিয়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাস গাড়িটি। আহত ব্যাংক কর্মীর নাম নয়ন দেবনাথ। বাড়ি বৈরাগী বাজার রাধানাথ চৌধুরী পাড়া। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘরের দিক থেকে TR-01A-6981 নাম্বার পালসার বাইক নিয়ে সোনামুড়ার দিকে আসছিলো নয়ন দেবনাথ। সে সোনামুড়া এক্সিস ব্যাংকে কর্মরত। সোনামুড়া থেকে মেলাঘরগামী একটি বাস নয়ন দেবনাথের বাইকে ধাক্কা মারে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় ব্যাংক কর্মী নয়ন দেবনাথ। নয়ন দেবনাথের একটি পা ভেঙে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যাংক কর্মী নয়ন দেবনাথকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন দেবনাথের অবস্থা বেগতি দেখতে পেয়ে তাকে দ্রুত জিবি হাসপাতালে রেফার করে দেন উন্নত চিকিৎসার জন্য। সোনামুড়া থানার পুলিশ বাস গাড়িটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য