স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : বহিঃরাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় থাকা নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা শনিবার ভোরে সন্দেহ জনক টি আর ০২ এইচ ১৫৩৪ নাম্বারের একটি লরি আটক করে।
পরে ডিসিএম-এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি চালানোর সময় গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৫৭ পেকেটে প্রায় ৫৭০ কেজি শুকনো গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১৪ লক্ষ টাকা। গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয় গাড়ির চালককে। ডিসিএম আঞ্জন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাঁজা উদ্ধারের বিষয়ে জানান।