Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য শহরে

দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : রাজধানীর প্যারাডাইস চৌমহনি এলাকায় নেশাগ্রস্ত টমটম চালককে দৌরাত্ম্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। মদমত্ত টমটম চালক পথচারীদের ধাওয়া খেয়ে এক অটোকে ধাক্কা দেয়। সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে মদমত্ত টমটম চালক এবং এক মদমত্ত টমটম যাত্রীকে আটক করে ধোলাই দেয়। তারপর তুলে দেওয়া হয় পশ্চিম থানার পুলিশের হাতে বলে জানান অটো চালক বিশ্বজিৎ দেব।

তবে অভিযোগ আগরতলা শহরে এখন সন্ধ্যার পর থেকে পুলিশের দেখা পাওয়া যায় না। পূর্ব থানা এবং পশ্চিম আগরতলা থানার পুলিশ বাবুরা শীতঘুমে আচ্ছন্ন থাকে। যার কারণে শহরে মদমত্ত যান চালকদের দৌরত্ম্য বেড়ে চলেছে। ঘটছে যান দুর্ঘটনা। পথচারীরা মদমত্তদের আটক করে থানায় ফোন করলে পুলিশ এসে অভিযুক্তদের ধরে নিয়ে যায়। কিন্তু শহরে নিরাপত্তার দিকে দুই থানার পুলিশ বাবুদের কোন ধরনের নজর নেই। একজন বা দুজন চোর ধরলে সাংবাদিক সম্মেলন করে পুলিশ আধিকারিক ফটোসেশন করেন। কিন্তু শহরের নিরাপত্তার দিকে তাদের নজর নেই বলে অভিযোগ তুলছে শহরবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য