স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : সরকারি দপ্তরে আউটসোর্সিং -এর মাধ্যমে নিয়োগের নামে প্রতারণার অভিযোগ এক সংস্থার কর্মীদের বিরুদ্ধে। রাজধানীর মঠ চৌমুহনি এলাকার একটি বেসরকারি হোটেল থেকে পুলিশ আটক করে নিয়ে যায় অভিযুক্ত প্রতারকদের।
অভিযোগ পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস নামে একটি সংস্থা বেকার যুবক-যুবতীদের সিকিউরিটি গার্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যখন চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা সংস্থার দেওয়া ঠিকানা অনুযায়ী আবেদন পত্র জমা দিতে আসে তখন তাদের অবগত করা হয় চাকরি দেওয়া হবে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডাটা এন্টি পদে। যথারীতি চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা গত মঙ্গলবার ইন্টারভিউ দিয়ে যখন বাড়ি যায় তখন বুধবার তাদের পুনরায় ডেকে হোটেলে একটি কক্ষে বসিয়ে ১০ থেকে ১৫ হাজার টাকা করে দাবি করে অভিযুক্তরা। তারপর এই বিষয়টি নিয়ে সৃষ্টি হয় গুঞ্জন। তারা খবর দেয় পুলিশকে। পুলিশ তাদের কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা পায়।
তারপর উত্তরপ্রদেশের পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস সংস্থার কর্মীদের সাথে কথা বলে বেকার যুবক যুবতীরা জানতে পারে উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ করার জন্য সংস্থার পক্ষ থেকে কোনরকম নির্দেশ দেওয়া হয়নি কাউকে। তারপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এদিকে অভিযুক্তরা জানান কোন ধরনের টাকা চাওয়া হয়নি যুবক যুবতীদের কাছে। কিন্তু আধার কার্ড ডাটা এনরোলমেন্ট অপারেটর জবের জন্য তাদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন দেখার বিষয় পুলিশের তদন্তের কি বের হয়ে আসে। পুলিশ আটক করেছে তিনজনকে।