স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : অল ত্রিপুরা প্যাথলজি ও রেডিওলোজি ক্লিনিক অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। এর পাশাপাশি উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক। বুধবার অল ত্রিপুরা প্যাথলজি ও রেডিওলোজি ক্লিনিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান উদ্যোক্তারা। তারা আরো জানান রোগ নির্ণয়ক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের বিগত দুই বছরে কাজকর্ম খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগামী দু বছরের কাজকর্ম নিয়ে আলোচনা হবে। আগামী ১৬ ডিসেম্বর সাইন্টিফিক সেশনের আয়োজন করা হবে। এছাড়াও এই সম্মেলনের মাধ্যমে স্মারনিক পেশ করা হবে বলে জানান তারা।