স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : রাজ্যের সরকারি অফিস গুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন হয়েছে। কিন্তু বাম আমলের কতিপয় কর্মচারীর অভ্যেস যেন বর্তমান সরকারের আমলেও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
যা কোনোভাবেই বরদাস্ত করার মত না হলেও তারাই রয়েছে বহাল তবিয়তে। আর সংগঠন বাজি করে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি রীতিমতো সরকারের কান গরম করছে। কিন্তু কাজের নামে ঠনঠন। আর এটা এতদিন জনগণ প্রত্যক্ষ করলেও এবার মন্ত্রী সরজমিনে প্রত্যক্ষ করছেন। বুধবার তপশিলি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস অদ্বৈত অতিথি শালা পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন কর্মচারীদের। অফিসে ভেতর রাতের বেলা চলে মদের পার্টি। এই বিষয় নিয়ে কর্মচারীদের ডেকে জিজ্ঞাসা করলে তারা কোন সঠিক জবাব দিতে পারেনি। সকলের ছিল ঠুঁটো জগন্নাথ। সবচেয়ে অবাক করার বিষয় হলো অতিথি শালার মধ্যে যে শৌচালয় গুলি রয়েছে তার অবস্থা অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন।
এই অস্বাস্থ্যকর অবস্থার জন্য সাফাই কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সকলে যে কতটা দায়িত্ব জ্ঞানহীনভাবে অতিথি শালায় কাজকর্ম করছে সেটা প্রত্যক্ষ করেন মন্ত্রী। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কম খরচে তপশিলির অংশের মানুষ যাতে এই অতিথিশালায় থাকতে পারে তার জন্য গড়ে তোলা হয়েছিল এটি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে পরিচালনা হচ্ছে এই অতিথিশালা। আগামী এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে অতিথিশালা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবং যারা এখানে দায়িত্বে রয়েছে তারা যাতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনে। না হলে এক সপ্তাহ পরে ছাটাই করা হবে বলে জানান মন্ত্রী। যারা আউটসোর্সিং কর্মী রয়েছেন তারা যদি সঠিক পরিষেবা দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন গভর্নর বডি যে নির্দেশ দিয়েছিল সেটা ঠিকভাবে পালন হয়নি। এখন দেখা কবে নাগাদ কর্মসংস্কৃতি ফিরে এই অতিথিশালায়। এবং তপশিলি অংশের মানুষ সঠিক পরিষেবা পায়।