স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : মানব শিশুর মত দেখতে ছাগল ছানার জন্ম। গুজব ছড়ালো মানব শিশু জন্ম দিয়েছে ছাগল। এ নিয়ে চরম গুঞ্জন সৃষ্টি হয় উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, মঙ্গলবার রাতে উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এম সি টিলা এলাকায় জীবন সরকারের বাড়িতে একটি ছাগল জন্ম দেয় ৩ টি ছাগল ছানা। যার মধ্যে একটি ছাগল ছানা সম্পূর্ণ ব্যতিক্রম। এর মধ্যে ছাগল ছানার কোনো বৈশিষ্ট্য নেই। দেখতে অনেকটা মানব শিশু মতো।
যদিও ছানাটি মৃত জন্ম হয়। এই ঘটনায় মুহূর্তে এলাকায় গুজব ছড়িয়ে পরে যে ছাগল জন্ম দিয়েছেন মানব শিশু।পরবর্তীতে দেখা যায় জীবন সরকারের বাড়িতে একটি ছাগল ৩টি ছাগল ছানা জন্ম দেয়, যার মধ্যে একটি সম্পূর্ণ আলাদা এবং এটি মৃত জন্ম দেন। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন মোবাইল ভেটেনারী ইউনিট স্টেট ভি আই ল্যাব কল সেন্টার সুপারভাইজার ডক্টর সুলানকি সরকার। তিনি প্রাথমিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর জানান এই ঘটনা সাধারণত জন্মগত বা অপর্যাপ্ত বিকাশের জন্য হতে পারে। তবে যে গুজব ছড়িয়েছে ছাগল জন্ম দিল মানব শিশু। তা সম্পূর্ণ ভুল। এটি ছাগল ছানাই। তার পর্যাপ্ত শারীরিক গঠন হয় নি, শরীরের বিভিন্ন অঙ্গের গঠন যথা সময়ে হয়নি। তাই এই রকম দেখতে হয়েছে। তবে চিকিৎসকের বক্তব্যের পর গুঞ্জন নিয়ে কিছুটা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ এসেছে।