স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : শুক্রবার সদর মহকুমা শাসকের কার্যালয় অধীনস্থ খাদ্য দপ্তর এর আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। ফাস্ট ফুডের দোকান সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের গুদাম ঘরে অভিযান চালায় তারা।
অভিযান চালিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা মেসার্স করোনা রায় এর চালের দোকান থেকে দশ বস্তা রেশনের চাল উদ্ধার করে। সেই সঙ্গে এই দশ বস্তা চাল বাজেয়াপ্ত করে কৃষ্ণনগর স্থিত ২৪৫ নম্বর রেশন সপে নিয়ে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয় মেসার্স করুণা রায়ের চালের দোকান। এছাড়া কৃষ্ণ সাহা ও সত্য নারায়ণ সাহার চালের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় শোকজ নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিক। কুটুমবাড়ি রেস্টুরেন্ট থেকে দুটি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার বাযেয়াপ্ত করা হয়। এদিন এই অভিযানে ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস, নিবেদিতা চৌধুরী প্রমুখ।