স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় ভাষা দিবস। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ত্রিপুরা রাজ্যেও ১১ ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস পালন করা হবে। ভারতীয় ভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
একজনের ভাষা যেন অপরজন জানতে পারে তার জন্য এই ভাষা দিবস পালন করা হবে। ভারতীয় ভাষা দিবস উপলক্ষ্যে ৭৫ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি গুলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। ভারতীয় ভাষা দিবস পালনের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই কমিটির একটি বৈঠকও হয়েছে। মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার। সাথে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা।