স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : আগামী ১০ ডিসেম্বর আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে রোটারি ইন্টারন্যাশানালের “ডিস্ট্রিক্ট লিটারেসি সেমিনার” অনুষ্ঠিত হবে। রোটারি ক্লাব অব আগরতলা সিটি এই অনুষ্ঠানের পরিচালনা করবে।
উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট গভর্নর নীলেশ কুমার আগরওয়াল, শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, ডিস্ট্রিক্ট লিটারেসি চেয়ারম্যান পার্থপ্রতিম ফুকন, এসিস্টেন্ট গভর্নর নির্মল কুমার সিংঘি, ক্লাব সভাপতি প্রণবাশিস মজুমদার ও অনুষ্ঠানের আহ্বায়ক রোটারিয়ান শুভব্রত দেব। শনিবার আগরতলা প্রেসক্লাবে রোটারি ক্লাব অব আগরতলা সিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ডিস্ট্রিক্ট লিটারেসি সেমিনার আহবায়ক শুভব্রত দেব।
রোটারি ভারতবর্ষে নিরক্ষরতা দূরীকরণে তথা সাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন রোটারি ক্লাবগুলি কাজ করে চলেছে দেশে। তারই অঙ্গ হিসেবে প্রতি বছর রোটারি জেলা ৩২৪০ -এর অন্তর্গত শতাধিক রোটারি ক্লাবকে নিয়ে অন্তত সাক্ষরতা সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করে। এ বছর এই কর্মশালা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত করা হবে। আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রিপুরার বিশিষ্টজনদের সংবর্ধিত করা হবে।