স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : মানুষের দুয়ারে সরকারি সুযোগ-সুবিধা পৌছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচি ঘোষণা করেছে। এর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে বড়দোয়ালি স্কুলে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। এই দিনের শিবিরের উদ্বোধন করেন নিগমের মেয়র দীপক মজুমদার।
সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানি সরকার, পুর নিগমের দক্ষিন জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, পুর নিগমের সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। এই শিবির থেকে সাধারন মানুষকে পি.আর.টি.সি, এস.সি সার্টিফিকেট, ও.বি.সি সার্টিফিকেট, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স ইত্যাদি প্রদান করা হয়। শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন দেশের প্রধানমন্ত্রী দেশের সকল অংশের মানুষের জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন। অপরদিকে রাজ্য সরকার প্রতিঘরে সুশাসন ২.০-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বহু মানুষ এখনো কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাই সকল যোগ্য ব্যক্তি যেন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ শুরু করা হয়েছে।