স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার দাবিতে উদয়পুর মহকুমা শাসকের কাছে গেলেন বামাদের এক প্রতিনিধি দল। ঘটনা গত সোমবার উদয়পুর গভীর রাতে চকবাজারে ১৮ টি দোকান আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্ৰস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্যের দাবি জানিয়ে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটি।
বুধবার সকালে সিপিআইএম -র প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিকের নেতূত্বে এক প্রতিনিধি দল চকবাজারে পরিদর্শনে যান। এবং সেখানে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। পরে বুধবার রাতে সিপিআইএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্তের নেতূত্বে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের অনুপস্থিতে সহকারী মহকুমা শাসকের কাছে এক স্মারকলিপি প্রদান করেন।সিপিআই এম-র বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত ছাড়া ও উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, রাজীব সেন ও শ্রীবাস দেবনাথ। উদয়পুরের অতিরিক্ত মহকুমা শাসক রাজীব দেব দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে প্রতিনিধি দলকে জানান।