স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : স্যন্দন পত্রিকায় সন্তান বিক্রির অভিযোগের খবর প্রকাশিত হতেই খোয়াই জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্রে সন্তান বিক্রির খবর প্রকাশিত হয়েছিল পত্রিকায়।
শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, আগরতলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় ‘অভাবের তাড়নায় সন্তান বিক্রি’ শীর্ষক সংবাদটি মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উদ্বেগ প্রকাশ করেন। এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য খোয়াই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে খোয়াইয়ের জেলাশাসক ঘটনার তদন্তের জন্য খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।
তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের হলুদিয়া এ.ডি.সি ভিলেজের অন্তর্গত বংশীপাড়াতে দেড় দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিল এক জনজাতি পরিবার। কন্যা সন্তানটি ত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছে। নিজের স্ত্রীকে ঘুমে রেখে এই কন্যা সন্তানের পিতা খুকেন দেববর্মা বিক্রি করেছে বলে খবর। বর্তমানে তার গর্ভজাত কন্যা সন্তানকে ফিরে পাবার জন্য অসহায় মা দ্বারে দ্বারে ঘুরছেন। যাইহোক এখন দেখার বিষয় জেলা প্রশাসনের তদন্তে কি বের হয়ে আসে।