স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : এফ এম চ্যানেলকে পুনরায় চালু করা, ককবরক অনুষ্ঠানের সময় বৃদ্ধি সহ ছয় দফা দাবিতে জনজাতি শ্রোতারা স্মারকলিপি জমা দিলেন অল ইন্ডিয়া রেডিও ডাইরেক্টরের কাছে। শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শ্রোতারা এসে আগরতলা আকাশবাণী অধিকর্তার কাছে ডেপুটেশন দেন।
তাদের দাবি এফ এম চ্যানেলকে পুনরায় চালু করা, ককবরক অনুষ্ঠানের সময় বৃদ্ধি, ককবরক সালকামা পান্দাকে সপ্তাহে দুই দিন থেকে বাড়িয়ে ৫ দিন করা, বিকেল ৪ টার ককবরক অনুষ্ঠান ৬ টায় করার দাবি জানায় তারা। আরো বলেন গত ১০ বছর ধরে সালকামা পানদা প্রতিদিন ১ ঘন্টা করে পরিচালিত হত। কিন্তু তা হঠাত করে বন্ধ হয়ে যায়। আধিকর্তার কাছে দাবি জানানো হয়েছে, সপ্তাহে মাত্র দুই দিন অধ ঘন্টা শুধুমাত্র পরিচালিত হচ্ছে। ফলে শ্রোতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তাই শ্রোতাদের পক্ষ থেকে আবারও দাবিগুলি নিয়ে অধিকর্তার নিকট উপস্থিত হয়েছেন। ডেপুটেশনের পর সমস্যাগুলি দ্রুত সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন সুরজিৎ দেববর্মা।