স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : বিগত দিনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের অবদান সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। বর্তমানে মহারাজের বীর বিক্রম কিশোর মানিককে অবদান সঠিকভাবে যেমন মূল্যায়ন করা হচ্ছে, তেমনি নতুন প্রজন্মের কাছে মহারাজার অবদান সম্পর্কে অবগত করার উদ্যোগ নিয়েছে সরকার। যাতে করে আগামী প্রজন্মের কাছে মহারাজার অবদান পৌঁছানো সম্ভব হয়। কারণ মহারাজার কৃতিত্ব ও অবদান ভোলার নয়।
এমবিবি বিশ্ববিদ্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মূর্তির উন্মোচন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন একসময় এমবিবি কলেজের ছাত্রছাত্রী হলে নিজেকে বহিঃরাজ্যে গিয়ে গর্বিত বলে মনে করা হতো। এবং আমন্ত্রণ জানানো হত রাজ্যে এসে এমবিবি কলেজের শিক্ষা পরিকাঠামো দেখার জন্য। কিন্তু এখন দুঃখ হয় রাজ্যের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য বর্তমানে বহিঃরাজ্যে চলে যায়। যারা অবশিষ্ট থাকে তারাই এমবিবি কলেজে পড়াশোনা করে।
এটা কেন হচ্ছে তা জানা নেই। তবে আগামী দিন এমবিবি কলেজে শিক্ষা পরিকাঠামো এবং শিক্ষকদের যোগ্যতায় যদি তেমন গুণগত সম্পন্ন হয় তাহলে পুনরায় কলেজের উপর আস্থা ফিরে আসবে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শ্রী সাহা আরও বলেন, কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের যদি কোন ধরনের অভাব থাকে তাহলে সেটা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। এর জন্য উপাচার্যকে আশ্বস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন কলেজের ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে সরকারের যা যা করার তা করবে। এই কলেজের সাথে মহারাজার বহু স্মৃতি জড়িয়ে আছে। সার্বিকভাবে আগামী দিনে এমবিবি বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা।