স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়ীজ আসোসিয়েশনের রাজ্য ভিত্তিক বার্ষিক সাধারণ সভা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন। তারপর তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে রাজ্যে বর্তমান সরকারে উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন এ সরকারের আমলে রাজ্যের রেল পরিষেবার ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে।
রাজ্যে ট্রেনের জন্য কোন আন্দোলন করতে হয়নি। আর এটা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত রয়েছে বলেই সম্ভব হয়েছে বলে জানান তিনি। এবং মানুষের মধ্যে এ সরকারের আমলে আত্মনির্ভর মানসিকতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যকে স্বনির্ভর করে তুলতে চাইছে। পাশাপাশি ত্রিপুরাকে আর্থিকভাবে উন্নত করতে চাইছে। এর জন্য যুবকদের উৎসাহিত করে কর্মসংস্থানে দিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার। রাজ্যে বর্তমান সরকারের আমলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী টিংকু রায়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এদিন রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতা দাতার উৎসাহিত করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। শিবিরে রক্ত দাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।