স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : আগামী ২৫-২৬ শে নভেম্বর আগরতলা টাউন হলে টি. জি. টি. এ -এর সপ্তম ত্রি-বার্ষিক ৭৮ তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্যব্যাপী ২৩ টি মহকুমা কমিটিগুলি থেকে ৬৬০ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিতিতে দেশ ও রাজ্যে চলা এক অভূতপূর্ব পরিস্থিতিতে আয়োজিত হতে চলেছে এই রাজ্য সম্মেলন।
সম্মেলনে সর্বভারতীয় শিক্ষক সংগঠন এস.টি.এফ.আই -এর সহ সাধারণ সম্পাদক সুকুমার পাইন এবং এসটিএফআই-এর জাতীয় নেতৃত্ব সুদীপ্ত গুপ্ত উপস্থিত থাকবেন। শুক্রবার এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানান টিজিটিএ সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি।
তিনি আরো বলেন, রাজ্য সম্মেলনের প্রথমেই আগরতলা টাউন হল প্রাঙ্গণে প্রকাশ্য সমাবেশ করা হবে। সমাবেশের পর আগরতলা টাউন হলে প্রতিনিধি অধিবেশন শুরু হবে।