স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : প্রশাসনের সঠিক সিদ্ধান্তের অভাবে শহর যানজট মুক্ত করা সম্ভব হচ্ছে না। যানজট মুক্ত করার নাম করে গত ছয় মাস ধরে ধারাবাহিকভাবে সিদ্ধান্ত বদলেছে আগরতলা পুর নিগম এবং ট্রাফিক প্রসাশন। কিন্তু কোন সিদ্ধান্তই বাস্তবায়ন করে শহর যানজট মুক্ত করতে পারছে না। ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রশাসন।
তাই আবারও সিদ্ধান্ত বদলে ফেলতে রুদ্ধশ্বাস বৈঠকে বসলো আগরতলা পুর নিগম, ট্রাফিক দপ্তর, বিদ্যুৎ নিগম সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই দিনের বৈঠকে মেয়র দীপক মজুমদার জানান, বটতলা থেকে কামান চৌমুহনী পর্যন্ত যেসব ভেন্ডার বেআইনিভাবে বসে ব্যবসা করছে তাদের আগামী দুদিন পরে নির্দিষ্ট একটি দিনে তুলে দেওয়া হবে। এবং শহরে যেসব দোকানের মালিকরা নিজ দোকানের সামনে রাস্তা বেদখল করে গাড়ি পার্কিং করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য আগামী দুদিন আগরতলা শহরে মাইকিং করে ব্যবসায়ী এবং পথচারীদের সচেতন করা হবে।
তারপরও যারা সচেতন হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে প্রশাসন। তবে আগরতলা শহরের অলি গলিতে নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে যেভাবে দুর্ঘটনা সংঘটিত হওয়ার প্রবণতা সৃষ্টি করা হচ্ছে, তাই বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা পুর নিগমের আগে থেকে বলা থাকলেও এখন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু শুক্রবার মেয়র বলেন, যারা নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এভাবে নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখলে দুর্ঘটনার প্রবণতা বাড়বে। জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের মধ্যে যেসব আধিকারিকরা এই দিন উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন ট্রাফিক দপ্তরের পশ্চিম জেলার এসপি ডা. মানিক দাস, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক।