Friday, September 20, 2024
বাড়িরাজ্যজিরানিয়া ব্লকভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচির...

জিরানিয়া ব্লকভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচির সূচনা

আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়ার হরিজয় চৌধুরী গ্রাম পঞ্চায়েতের মাকুমাইকামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জিরানিয়া ব্লকভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা, প্রতি ঘরে সুশাসন ২.০, জিরানিয়া ব্লকভিত্তিক যুব উৎসব, কৌশল মেলা ও আয়ুষ গ্রাম অনুষ্ঠানের সূচনা করেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে শহর এলাকার যোগ্য সুবিধাভোগীরা যেন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রতি ঘরে সুশাসন ও বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি সঠিকভাবে পরিচালনার জন্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্যকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পের সুযোগ আরও বেশি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। সেই সাথে রাজ্য সরকারের উদ্যোগে প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানও শুরু হয়েছে। এই দুটি কর্মসূচির লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনপদের মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া।উদ্বোধনী অনুষ্ঠান শেষে পর্যটন মন্ত্রী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের পক্ষ থেকে ৮টি হুইল চেয়ার এবং ১০টি ওয়াকিং স্টিক সুবিধাভোগীদের হাতে তুলে দেন। এছাড়া কৃষি দফতরের পক্ষ থেকে ১০টি স্প্রেয়ার মেশিন, তফশিলি জাতি কল্যাণ দফতরের পক্ষ থেকে ৫টি ওয়েট মেশিন, মৎস্য দফতরের পক্ষ থেকে ১০টি আইস বক্স সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানিয়া ব্লকের বিডিও সুমিত কুমার দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া ব্লক পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান শুভমণি দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য