স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৩ জানুয়ারি : ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা পুলিশ সপ্তাহ-২০২৫। তার পূর্বে সোমবার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয় রাজধানীর এ.ডি নগরস্থিত পুলিশ গ্রাউন্ডে। এইদিন হুড খোলা গাড়িতে করে চূড়ান্ত মহড়া ঘুরে দেখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন।
উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। চূড়ান্ত মহড়ায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন এইদিনের চূড়ান্ত মহড়ায় যারা সামিল হয়েছে তাদের নিজেদের মধ্যে সমন্বয় ভালো ছিল। নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। ছোট ছোট ভুল গুলিকে শুধরে নিতে হবে।