স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৩ জানুয়ারি : সমগ্র রাজ্যে যখন উগ্রবাদী সমস্যা ছিল, সেই সময় জাতি জনজাতিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৯৯ সালে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট স্থিত খোয়াই নদীর ব্যরেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল দুই দিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা। তারপর থেকে প্রতি বছর দুই দিন ব্যাপী এই মেলা হয়ে আসছে। সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হল এই মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক চান্দনি চন্দ্রান, তেলিয়ামুড়ার মহকুমা শাসক সহ অন্যান্যরা।
এইদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন কমিউনিস্টরা ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতিতে আঘাত করেছে। কিন্তু ধ্বংস করতে পারে নি। কমিউনিস্টরা ত্রিপুরা রাজ্যের যুব সমাজের সাথে অন্যায় করেছে। ইতিহাসকে ভুলে গেলে চলবে না। ইতিহাসকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে অবগত করতে হবে। তিনি আরো বলেন, ত্রিপুরার ছেলে মেয়েদের সাথে কমিউনিস্টরা অন্যায় করেছে। তাদের মাথা মুন্ডন করবে বিপ্লব কুমার দেব। ত্রিপুরার ছেলেমেয়েদের সাথে যে অন্যায় করেছে, তার ক্ষমা হবে না। ৩৫ থেকে ৪০ টা বছর ত্রিপুরার যুবকদের বিভ্রান্ত করে পার্টির পেছনে দৌড় করিয়ে তারপর একটা ফিস্টের চাকরি দিয়েছে। এভাবেই অন্যায় ভাবে কমিউনিস্ট সরকার ১০,৩২৩ -এর চাকরি দিয়েছিল।
কিন্তু এই চাকরিগুলোও চলে যায়। তাই এগুলি কমিউনিস্টরাই খেয়েছে। ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে ট্রান্সফারেন্ট রিক্রুটমেন্ট নিতি এনেছে সরকার। সোমবার চাকমাঘাট স্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গনে দুদিন ব্যাপী প্রশ্নের আনতি মেলার উদ্বোধন করে এই কথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্টের সমালোচনা করে আরো বলেন, ২০১৮ সালের আগে একদল এক ব্যক্তির জন্য ত্রিপুরাকে চিনতো, কিন্তু এখন এমবিবি বিমান বন্দরের জন্য দেশবাসী ত্রিপুরাকে চেনে। কারণ এম বি বিমানবন্দর উন্নত পরিষেবার ক্ষেত্রে দেশের ১০ নম্বরে রয়েছে। কমিউনিস্টের সরকারের সময় ত্রিপুরার এম বি বিমানবন্দরের কোন নম্বরই ছিল না। এবং কমিউনিস্টরা সবসময় বলতো আন্দোলন করলে বাড়িতে পানীয় জল আসবে। আন্দোলন ছাড়া তাদের সময় কোন সমস্যার সমাধান হতো না। এর তীব্র সমালোচনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।