স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলার সময় বাড়ির মালিক এবং তার ছেলের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর জয়নগর এলাকার বণিক পাড়ার বাড়ির মালিক হারু এবং তার ছেলে রঞ্জিত নামে দুজনে সোমবার রাতে মিলে বাড়ির ভাড়াটিয়া স্বামী এবং স্ত্রীর উপর আছড়ে পড়ে।
মাথায় গুরুতর আঘাত লাগে গৃহবধূর স্বামীর। পরবর্তী সময় নিজেদেরকে অপরাধ ঢাকার জন্য পুলিশকে আবার ডেকে আনে বাড়ির মালিক হারু বাবু। কিন্তু রাতের বেলা গুরুতর অসুস্থ হয়ে পড়ে গৃহবধূর স্বামী। স্থানীয় ক্লাবের সদস্যদের জানানো হলে তারা জানান হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। এবং বাড়ির মালিক সহ তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্য। যথারীতি অভিযুক্ত বাড়ির মালিক এবং তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানান আক্রান্ত গৃহবধূ। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর স্বামী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।