Friday, March 21, 2025
বাড়িরাজ্যআইনজীবী হত্যার ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত গ্রেপ্তার

আইনজীবী হত্যার ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : রাজধানীর উজান অভয়নগর এলাকায় আইনজীবী প্রদীপ মোদক হত্যার ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত কাজল মোদককে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ। ২০১৮ সালের ২৯ নভেম্বর উজান অভয়নগর নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছিলেন আইনজীবী প্রদীপ মোদক। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই হত্যার ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রদীপ মোদকের বোন জবা মোদকের স্বামী কাজল মোদক।

 ভাইয়ের হত্যার পর বোন জবা মোদক থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে বোন জবা মোদককে গ্রেফতার করেছিল। কিন্তু মূল অভিযুক্ত জমা মোদকের স্বামী কাজল মোদক রাজ্য ছেড়ে পালিয়ে যায়। উল্লেখ্য প্রদীপ মোদকের বোনের সাথে তার স্বামী কাজল মোদকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনেক আগে। বিবাহ বিচ্ছেদের পর জবা মোদক ভাইয়ের সাথেই থাকতেন।

অভিযুক্ত কাজল মোদক দ্বিতীয় বিয়ে করে। থানায় মামলা দায়ের হওয়ার পর রাজ্য থেকে পালিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করে কাজল মোদক। অবশেষে পশ্চিমবঙ্গ থেকে অভিযুক্ত কাজল মোদককে গ্রেপ্তার করে রাজ্যে নিয়ে আসে অভয়নগর ফাঁড়ির পুলিশ। এক পুলিশ অফিসার জানান এনসিসি থানা থেকে ত্রিপুরা পুলিশের একটি বিশেষ টিম পশ্চিমবঙ্গ যায়। পশ্চিমবঙ্গের বাগুইহাটি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কাজল মোদককে। তারপর তাকে রাজ্যে নিয়ে আসা হয়। মঙ্গলবার ৭ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত অভিযুক্ত কাজল মোদককে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য