Monday, December 23, 2024
বাড়িরাজ্যখোয়াই -তে বিরসা মুন্ডার ১৪৯ তম জন্মদিন উদযাপন

খোয়াই -তে বিরসা মুন্ডার ১৪৯ তম জন্মদিন উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : আদিবাসী সমাজের কাছে ভগবান হিসেবে পরিচিত বিরসা মুন্ডা। ব্রিটিশ উপনিবেশ শক্তির শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই-এর ডাক দিয়েছিলেন তিনি। তাই গোটা দেশে জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দিতে ভগবান বীরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বরকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়।

বুধবার খোয়াই ধলাবিল্ বনবিথি ইকো পার্কের ভগবান বিরসা মুন্ডার পূর্নআবক্ষ মূর্তির পাদদেশে ভগবান বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা উদ্যোগে তথ্য সংস্কৃতিক দপ্তরের সহযোগিতা আয়োজিত বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ও জনজাতি গৌরব দিবসে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয় দেব দেববর্মা, জেলা পরিষদের সদ্যস সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়্যারম্যা তাপস কান্তি দাস, বিশিষ্ঠ সমাজ সেবী রমেন সাওতাল সহ অন্যান্য। জনজাতি গৌরব দিবসে ধলাবিল বনবিথি পার্কে মঞ্চে মূল অনুষ্ঠানটি হয়। জনজাতি গৌরব দিবস উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের নাচ, গান, নিত্য পরিবেশন হয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য