স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : ঋণগ্রস্ত যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার শশুর বাড়ি এলাকা থেকে। তার নাম শুভজিৎ দেবনাথ। বাড়ি বিশালগড়ে। কিন্তু বুধবার নাগিছড়া স্থিত সাহা পাড়া এলাকার এক জঙ্গলে তার মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায় ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে মর্গে। তবে মৃত ব্যক্তি চেহারা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে। পুলিশ উদ্ধার করেছে তার আধার কার্ডের জেরক্স কপি। যা দেখে পরিবারের লোকজনদের সাথে পুলিশ সনাক্ত করে এটা শুভজিৎ দেবনাথ। শুধু তাই না ঘটনা নিয়ে ব্যাপক রহস্যের দানা বেধেছে। কারণ আশপাশ থেকে জলের বোতল এবং সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির স্ত্রী জানান শুভজিৎ রং মিস্ত্রী ছিল। গত কয়েকদিন আগে সে কাজে গিয়ে কাজ থেকে ফিরে আসেনি। তবে এলাকাবাসীর মধ্যে এটা খুন বলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।