স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সংকল্পবদ্ধ হয়ে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সচেতন মূলক মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।
তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়তে কাজ শুরু করেছে। আর সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে এন এস এস শাখার পক্ষ থেকে মানুষকে সচেতন করতে যে মিছিলটি আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। কারণ বর্তমানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বিশেষ করে এভাবে নেশার কবলে পড়ছে। এতে করে পরিবার এবং সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মিছিলটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে স্কুলের ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন।