স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে রোগীদের। এ বিষয়ে মুখ না খুলে সরকারের ভক্ত হতে প্রতি সপ্তাহেই এক একটি বিভাগের তরফে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন পরিষেবা ও আগামী পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও চিকিৎসকরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করা হয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ-র পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এম এস ডাঃ শঙ্কর চক্রবর্তী, ডেপুটি এম এস ডাঃ কনক চৌধুরী, পি এম আর বিভাগের প্রধান ডাঃ সত্যব্রত নাথ, চক্ষু বিভাগের প্রধান ডাঃ ফণী সরকার, কলেজের অধ্যক্ষ সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডাঃ এস বি নাথ জানান, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথা, প্যারালাইসিসের কারণে শারীরিক সক্ষমতার যে ঘাটতি হয় এসবের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এই বিভাগ থেকে। এছাড়াও বিভিন্ন ধরণের পরিষেবা দেওয়া হয়ে থাকে এই বিভাগ থেকে। তিনি জানান প্রতিদিন বহির্বিভাগে প্রায় ১০০ জনের মতো রোগী পরিষেবা নিতে আসেন।