Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যদুই নেশা কারবারী গ্রেপ্তার

দুই নেশা কারবারী গ্রেপ্তার

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৫ জানুয়ারি : রাজধানীর এনসিসি থানা এলাকায় নেশা কারবারীদের দৌরত্ম্য দিন দিন বেড়ে চলেছে। খেজুর বাগান, গোয়ালা বস্তি, বড়জলা-ভোলাগিরি রোড সহ আশপাশ এলাকায় নেশা কারবারিদের সাম্রাজ্য গড়ে উঠেছে গত কয়েক মাসে। পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিদিন দুপুর থেকে দীর্ঘ রাত পর্যন্ত তাদের দৌড়ঝাঁপ চলে। পাল্লা দিয়ে চলে অসামাজিক কাজ। অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ। এর মধ্যে গত ১০ জানুয়ারি এনসিসি থানার পুলিশ খেজুর বাগান এলাকার লোকনাথ রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার গাঁজা, ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়। তারপর অভিযুক্ত লোকনাথ রায়কে গ্রেপ্তার করে থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে দীপঙ্কর রায় নামে আরও এক যুবক জড়িত থাকার খবর পায় পুলিশ।

 তারপর পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় খেজুরবাগান এলাকা থেকে দীপঙ্কর রায়কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ ১৯ হাজার ৮০০ টাকা। তাদের আদালতে তোলা হয়েছে বলে জানান এনসিসি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকি জড়িতদের নাম উঠে আসতে পারে বলে এনসিসি থানার ওসি-র ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য