Friday, February 14, 2025
বাড়িরাজ্যছয় লক্ষাধিক টাকার সরঞ্জাম আটক, সাতজনের বিরুদ্ধে মামলা

ছয় লক্ষাধিক টাকার সরঞ্জাম আটক, সাতজনের বিরুদ্ধে মামলা

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৫ জানুয়ারি : আগরতলা শহরের শব্দ সন্ত্রাস এক চিন্তা জনক বিষয় হয়ে উঠেছে। মানুষ থানায় অভিযোগ জানালেই পুলিশ তদন্তে নামছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে সোমবার পিকনিকে হাই ভলিউমে দিয়ে সাউন্ড বক্স বেজেছে বিভিন্ন এলাকায়। অসহ্য যন্ত্রণা সহ্য করে মানুষকে থাকতে হচ্ছে। অবশেষে সোমবার রাতে এনসিসি থানা পুলিশ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়ে মধ্যভুবন বন, চানমারি বরজলা, রামনগর সহ মোট পাঁচটি জায়গা থেকে উচ্চস্বরে সাউন্ড বক্স উদ্ধার করে।

যার বাজার মূল্য ৬ লক্ষ টাকার উপর হবে বলে জানান এমসিসি থানার ওসি সুশান্ত দেব। তিনি আরো জানিয়েছেন, এভাবে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোর ফলে বাড়ি ঘরের ছাত্রছাত্রী এবং রোগীদের অত্যন্ত সমস্যা হয়। তাই পুলিশ বিভিন্ন এলাকা থেকে হাই ভলিউম বক্স শেষ করা হয়েছে ছয়টি, ১১ টি এমপ্লি প্লেয়ার এবং তিনটি সাউন্ড মিক্সার সিস করা হয়। এর জন্য সাতজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য