স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : দিন দুপুরে সেকেরকোট রেল স্টেশনে মদের আসর নিয়ে দুই উর্মাদ টিমের মধ্যে বাধে ঝামেলা। শেষ পর্যন্ত টিএসআর জওয়ানদের হাতে আক্রান্ত হল ঝুটন সরকার নামে এক ব্যক্তি বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, মাঝ বয়সি একটি দল সেকেরকোট রেল স্টেশনে যায় আমোদ প্রমোদের জন্য। সে সময় সেখানে থাকা টিএসআর জওয়ানদের সাথে কোন একটি বিষয় ঘিরে শুরু হয় ঝামেলা।
এ বিষয়ে একপক্ষের অভিযোগ টি এস আর -এর ১০ থেকে ১২ জন জওয়ান মদের আসরে ছিল, তখন তারা সেলফি তোলার সময় হামলা চালায় টি এস আর জওয়ানরা। এতে আক্রান্ত হয় কাঞ্চনমালা এলাকার ঝুটন সরকার নামে এক ব্যক্তি। এবং জিজ্ঞাসা করা হয় কার অনুমতি নিয়ে রেল স্টেশনে এসেছে। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান পরিমল রায় নামে কাঞ্চনমালা এলাকার এক ব্যক্তি। তিনিও মাঝ বয়সি ব্যক্তিদের আমোদ প্রমোদের সদস্য ছিলেন। তবে ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে সেটা এখনো ধারণা করা যাচ্ছে না।