Friday, February 14, 2025
বাড়িরাজ্যরক্তদানের মাধ্যমে মানব ধর্ম পালন হয় : সুশান্ত

রক্তদানের মাধ্যমে মানব ধর্ম পালন হয় : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি :  মানুষকে বাঁচাতে মানব ধর্ম পালন করছে এন এস এস ইউনিট। এন এস এস ইউনিট সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে রক্তদান শিবির করার উদ্যোগ নিয়েছে। আর এটা হল সমাজের একটা অন্যতম মানবধর্ম। তাই এন এস এস -এর রক্তদান শিবিরের উদ্যোগে শুভেচ্ছা জানানো হচ্ছে।

শুক্রবার গভমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট এর এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিনের স্পেশাল এনএসএস ক্যাম্পের উদ্বোধন করে এমনটাই বলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভারতবর্ষে প্রতিদিন ৩৮ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। ক্যান্সার, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া সহ অস্ত্রপচারের রোগীদের যে পরিমাণ রক্ত লাগে তার চাইতে জোগান কম রাজ্যে। স্বাভাবিক ভাবেই জোগান কম থাকায় মানুষ চাহিদা মেটাতে ছোটা ছুটি করতে হয়। ব্লাড ব্যাঙ্ক গুলিতে চাহিদা অনুযায়ী জোগান কম। বিগত সরকারের আমলে রক্তদান নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল। বর্তমান সরকার এই রক্তদানকে আন্দোলনে গড়ে তোলার প্রয়াস নিয়েছে।

মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভা এবং সরকার আন্তরিক ভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মাঝে কোভিডের কারনে রক্তদানে বিশেষ বাঁধা এসেছে। তাই এন এস এস , ক্লাব, এন জি ও এবং দপ্তর গুলিকে এগিয়ে আসার জন্য বলা হয়েছে। নেশা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কড়া হয়েছে। ঠিক তেমনি ভাবে আগরতলা শহরের প্রত্যেকটি ক্লাবকে বলা হয়েছে প্রতি তিন মাস অন্তর অন্তর রক্তদানে এগিয়ে আসার জন্য বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার এন সি শর্মা, এনএসএস স্টেট কো-অর্ডিনেটর ডক্টর চিত্রজিৎ ভৌমিক সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য