Friday, February 14, 2025
বাড়িরাজ্যবাজার পরিদর্শনে গেলেন মেয়র

বাজার পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : রাজ্যের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজার। কিন্তু বাজারে মধ্যে অব্যবস্থা সৃষ্টি হয়ে আছে। পূর্বেও বাজারটি সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে নিগম প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার পরিদর্শন করে কোনো সুরাহা করতে পারে নি। কিন্তু রাজ্যে পুর নির্বাচনের পর আগরতলা পুর নিগমের মেয়র হয়েছেন দীপক মজুমদার। তিনি শুক্রবার মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে যান। বাজারে গিয়ে তিনি গুড় পট্টি, বাতাসা পট্টি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এবং বাজারের ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন।

কথা বলেন বাজার কমিটির নেতা ও ব্যবসায়ীদের সাথে। সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। মেয়র দীপক মজুমদার বাজারের অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন কার্যকলাপ দেখে অসন্তুষ্ট হয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি নির্দেশ দেন যেসব ব্যবসায়ীরা দোকানের সামনে রাস্তা বেদখল করে পসরা সাজিয়ে বসে আছে তাদের আগামী সাত দিনের মধ্যে সামগ্রী দোকানের ভেতর ঢুকানোর জন্য। নয়তো সাতদিন পর ব্যবস্থা নেওয়া হবে। পরে মেয়র দীপক মজুমদার বলেন, পুর নিগম নির্বাচনের আগে শহরবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনে জয়ী হলে শহরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য এবং যানজট মুক্ত করে স্বাভাবিক পরিষেবা প্রদান করা হবে। একই সঙ্গে শহরের বাজার গুলির উন্নয়ন ঘটানো হবে। মানুষ কথা রেখেছে। বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে নতুন পুর বোর্ড গঠন করেছে। এখন সময় কাজ করার। ব্যবসায়ীদের কাছে বিশেষ ভাবে সহযোগিতা করার আহ্বান জানান মেয়র। ক্রেতা ও বিক্রেতার সুখ স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখে রাজ্যের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারের উন্নয়ন ঘটানো হবে বলে জানান তিনি।

আইনগত ভাবে যে জায়গা ব্যবসায়ীদের দেওয়া আছে সেখানে ব্যবসা করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান তিনি। আগামী সাত দিনের মধ্যে নির্ধারিত জায়গায় সরিয়ে নিতে হবে সামগ্রী। অন্যথায় পরবর্তী সময় পুর নিগম ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবসায়ী সমিতি এই ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন। কোন রকম অনৈতিক ও অন্যায় ভাবে ব্যবসা করতে দেওয়া হবে না। অবৈধ কোন কিছু নির্মাণ করা হলে তা সরিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে কোন আপোশ করা হবে না বলে কড়া বার্তা দেন মেয়র দীপক মজুমদার। বাজারের প্রকৃত উন্নয়ন করতে গেলে বাজারে যাতে দমকল ও অ্যাম্বুলেন্স ডুকতে পারে তার ব্যবস্থা রাখতে হবে। কোন বেআইনি কাজকে পশ্রয় দেওয়া হবে না। বাজারের রাস্তা ঘাট সুন্দর করা হবে। নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে বলে জানান তিনি। আগরতলা শহরে কোন বেআইনি দখলদার থাকতে পারবে না। শহরের উন্নয়ন ঘটানোই বর্তমান পুর নিগমের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। বাইপাসের সামনে একটি স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে বড় গাড়ি গুলি দাঁড়াবে। তারপর সামগ্রী ছোট গাড়ি করে পণ্য বাজারের আনা হবে। আগামী মার্চ থেকে এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি বাজারে একমাত্র জলাশয়টি বর্তমানে বেদখল হয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা জলাশয়টি নিজেদের প্রয়োজনে দিনদিন বেদখল করে ফেলছে। এ বিষয়ে মেয়র দীপক মজুমদার জানান, বেআইনি ভাবে দখল করা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সঙ্গে এদিন এছাড়াও ছিলেন কাউন্সিলার রত্না দত্ত, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য