স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর: দলিত অংশের মানুষের বিভিন্ন সমস্যা সহ ১৭ দফা দাবিতে দিল্লি চলো কর্মসূচী নেওয়া হয়েছে দলিত শোষণ মুক্তি মঞ্চ ও কৃষি শ্রমিক ইউনিয়নের তরফে। এই কর্মসূচীর সমর্থনে ১৭ দফা দাবিতে ২৩ নভেম্বর রাজ ভবন অভিযানের ডাক দিয়েছেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। সোমবার দুই সংগঠনের সদর বিভাগের উদ্যোগে হয় কনভেনশন।
এদিন মেলারমাঠ কৃষক ভবনে হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, মাধব মজুমদার, ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সম্পাদক শ্যামল দে সহ অন্যরা।আলোচনা করতে গিয়ে রতন ভৌমিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ভারতের স্বাধীনতার পরে যত সরকার এসেছে দলিত ও গরীব মানুষের বিরুদ্ধে নীতি গ্রহণ করেছে বিজেপি সরকার।