স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর: মোদি সরকার সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নামিয়ে এনেছে। এর বিরুদ্ধে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা কমিটির পক্ষ থেকে রাজধানী মেলার মাঠ এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়।
সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি তথা সংযুক্ত কিষাণ মোর্চার নেতা পবিত্র কর জানান, বিশিষ্ট সাংবাদিক প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তী নিঃশর্ত মুক্তি দাবি জানানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে সরকার তাদের হেনস্থা করতে চাইছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করা হচ্ছে। পরে একটি মিছিল সংঘটিত করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়।