স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর: বসতঘরের ভেতরে নিজের মাকে কুপিয়ে হত্যা করলো নর পিশাচ ছেলে। সোমবার ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে এই কুসণ্ড ছেলেকে। তার নাম রাজু দেবনাথ। ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত রাধাপুর গ্রাম পঞ্চায়েতে। জানা যায়, ধর্মনগর থানার অন্তর্গত রাধাপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের শান্তি দেবনাথের বাড়িতে সোমবার সকালে স্থানীয়রা বৈদ্যুতিক বিল প্রদানের জন্য মিটার নির্ধারককারীরা আসে তারা দেখতে পায় ঘরের বাইরে একটি জায়গায় রক্ত জমে রয়েছে। সেখানে মাছিও ভন ভন করছে।
তাদের সন্দেহ হওয়ায় তারা শান্তি দেবনাথের বাড়ি থেকে বেরিয়ে যায়। ডেকে আনে গ্রামবাসীদের। গ্রামবাসীরা ও তখন একই বিষয়ে দেখতে পেয়ে খবর দেয় পুলিশের কাছে। ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ সহ এসডিপিও দেবাশীষ সাহা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ এসে দেখতে পায় দরজা ভেতর থেকে লাগানো। মা শান্তি দেবনাথকে মেরে তার ছেলে রাজু দেবনাথ বসত ঘরেই ছিল। ঘরের দরজা খোলার পর পুলিশ দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে মা শান্তি দেবনাথ। সঙ্গে সঙ্গেই পুলিশ গ্রেপ্তার করে তার সেই কুসন্ড ছেলে রাজু দেবনাথকে। একজন গ্রামবাসী জানিয়েছেন পেছনে একটি গর্ত করে রাখা হয়েছিল। হয়তো পাষণ্ড এই ছেলে রাজু দেবনাথ এর উদ্দেশ্য ছিল তার মাকে হত্যা করে এখানে কবর দিয়ে দেওয়ার। কিন্তু হত্যা করার পর আর কবর দেওয়া হলো না। এদিকে ধর্মনগর থানার এসডিপিও দেবাশীষ সাহা জানিয়েছেন পুলিশ গ্রেপ্তার করেছে রাজু দেবনাথকে। হত্যাকার্যে ব্যবহার করা হয়েছিল একটি কুড়োল। পুলিশ এই কুড়ুলটিও উদ্ধার করেছে। মা শান্তি দেবনাথকে হত্যা করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে ছেলে রাজু দেবনাথ। গত শুক্রবার এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে রাজু। শান্তি দেবনাথের স্বামী গিতেন্দ্র দেবনাথ আগরতলায় থাকেন। মেয়ে সোমা দেবনাথ এর শ্বশুর বাড়ি হাফলং এ। মৃতদেহ রাখা হয়েছে উত্তর জেলা হাসপাতালে। ময়নাতদন্তের পর মঙ্গলবার শান্তি দেবনাথ এর মৃতদেহ তুলে দেওয়া হবে তার পরিবার-পরিজনদের হাতে। এই ঘটনায় গোটা এলাকা নিস্তব্ধ হয়ে পড়েছে। পাষণ্ড এই ছেলে রাজু দেবনাথ যেভাবে তার মাকে হত্যা করে ঘরের মধ্যে রেখে দিয়েছিল তা দেখে সভ্য সমাজ আজ স্তম্ভিত।