স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর: কল্যাণপুর থানার অন্তর্গত মুড়াবাড়ি এলাকায় সোমবার মূল সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল যান চালকেরা। অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরেই কল্যাণপুর থেকে মুরাবাড়ী, রূপরাই, রায়দাসী পাড়া ইত্যাদি এলাকাতে গাড়ি যাওয়ার জন্য কল্যাণপুরের যে নির্ধারিত জায়গা ছিল সে জায়গা নিয়ে বর্তমানে সমস্যা তৈরি হয়েছে।
বিশেষ করে প্রশাসনিক নির্দেশে সংশ্লিষ্ট জায়গায় দাঁড়িয়ে গাড়িগুলোর মধ্যে যাত্রী নেওয়া যাচ্ছে না বলে একাংশ যান চালকদের অভিযোগ। ফলে তাদের ক্ষতি হচ্ছে বলে জানান যান চালকেরা। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ সহ ঘটনাস্থলে ছুটে যায় ডিসিএম অঞ্জন কুমার দাস। তিনি অবরোধকারীদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হন। গোটা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবার আশ্বাস প্রদান করলে অবরোধ মুক্ত করেন অবরোধকারীরা। অঞ্জন কুমার দাস জানান সমস্যার সমাধানের জন্য বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে।