স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : সম্প্রতি তেলিয়ামুড়াতে মহকুমা হাসপাতালে ওটি পরিষেবা চালু হয়। কিন্তু এই পরিষেবা চালু রাখার জন্য এনেসথিসিয়ান থেকে শুরু করে অভিজ্ঞ সার্জেনের অভাব রয়েছে সংশ্লিষ্ট হাসপাতালে। এরই মধ্যে এনেস্থেশিয়নের দায়িত্বে থাকা সমীর দেববর্মা শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে যেতে বাধ্য হলে প্রশ্নচিহ্নের মুখে তেলিয়ামুড়ার ওটি পরিষেবা।
এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বিশেষ করে যারা তেলিয়ামুড়া হাসপাতালের সিজারিয়ান পরিষেবা নিয়ে আশায় বুক বেঁধেছিলেন তারা অনেকটাই হতাশ। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্নচিহ্নের মুখে তেলিয়ামুড়ার মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মার ভূমিকা। অভিযোগ চন্দন বাবু বরাবরই মহকুমা হাসপাতাল সহ মহকুমার স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদাসীনতার স্বাক্ষর বহন করছেন বলে অভিমত, কোনক্রমে ঘন্টা দুয়েক তেলিয়ামুড়াতে অবস্থান করে চন্দন বাবু আগরতলা চলে যেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন, যার ফলে গোটা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ওটি এক প্রকার অভিভাবকহীন হিসেবেই থাকছে। তেলিয়ামুড়া হাসপাতালে ওটি পরিষেবা চালু হওয়ার পরে একটা অংশ থেকে দাবি উঠছে যেহেতু সার্জেন ছাড়া অপারেশন থিয়েটার চলছে, এক্ষেত্রে রোগীদের স্বার্থে বা সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনতিবিলম্বে প্রশাসন উদ্যোগ গ্রহণ করে তেলিয়ামুড়াতে সার্জেনের ব্যবস্থা করুক।