স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলায়। এই কনফারেন্সে নিউরো সার্জন, নিউরোলজিস্ট, নিউরো অ্যানাস্থেসিস্ট, নিউরো প্যাথলজিস্টরা দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করবে। ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর এই তিন দিন অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।
ইতিমধ্যে কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য প্রতিনিধিরা রাজ্যে আসতে শুরু হয়ে গেছে। বিদেশ থেকেও নিউরো সার্জনরা এই কনফারেন্সে অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ শিশির দাস। তিনি আরও জানান এই কনফারেন্সে প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবে।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় মুখ্যমন্ত্রী এই কনফারেন্সের উদ্বোধন করার কথা রয়েছে। উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট নিউরো সার্জন ডাঃ শিশির দাসের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মিলিন্দ দেওয়ানকার ও বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার সিদ্ধা রেড্ডি।