স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : রাজধানীর প্রতাপগড় এলাকায় নিজ ঘর থেকে উদ্ধার কাঠমিস্ত্রির রহস্যজনক মৃতদেহ। মৃত ব্যক্তির নাম পুরন সূত্রধর। গত অষ্টমী পূজার দিন তিনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। গত তিন মাস আগে তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে জেলে যায়। বাড়ি জিরানিয়াতে হলেও বেশ কিছুদিন ধরে সে পরিবারের সকলকে নিয়ে প্রতাপগড় চিড়ার মিল এলাকায় ভাড়া থাকত। মৃত ব্যক্তির ছেলের বক্তব্য এইদিন সকালে সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়।
পূরণ সূত্রধরের স্ত্রীও বাড়িতে ছিল না। সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার বাবা বাড়িতে আসে। পরবর্তী সময় সে বাড়িতে এসে দেখতে হয় বাবার ঘরের দরজা বন্ধ। অনেক ডাকা ডাকির পরও কোন সাড়া না দেওয়ায় সে ঘরের জানালা দিয়ে দেখতে পায় তার বাবা ঘরের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলছে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তির ছেলে আরও জানায় পূরণ সূত্রধর পেশায় কাঠ মিস্ত্রি ছিল। দীর্ঘ প্রায় তিন মাস তিনি জেলে ছিলেন। দুর্গা পূজার সময় তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসেন। তবে পূরণ সূত্রধর কেন আত্মহত্যা করেছে তা জানা যায় নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।