স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : বস্তা গৃহবধূর মৃতদেহ উদ্ধারের পর নিখোঁজ ১২ বছরের শিশু কন্যা। মঙ্গলবার ডুম্বুর জলাশয় থেকে জেলেরা মাছ ধরতে গিয়ে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। এবং বস্তাবন্দী অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয় ডম্বুর জলাশয় থেকে। বুধবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
মৃত গৃহবধূ অম্পি থানার অন্তর্গত তিন গড়িয়া এলাকার বাসিন্দা রুপাশরী জমাতিয়া। বয়স ৩৫ বছর। গত ২২ অক্টোবর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় গৃহবধূ সহ তার শিশু কন্যা বলে জানান স্বামী যুগল কিশোর জমাতিয়া। তিনি আরো জানান, মঙ্গলবার মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ সনাক্ত করে তিনি জানান তার শিশু কন্যাও নিখোঁজ। তার স্ত্রীর সাথে ছিল শিশুকন্যা। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শিশু কন্যার খুঁজে চলছে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান।