স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : গোপন খবরের ভিত্তিতে এম বি বি বিমানবন্দরে আটক ৬ বাংলাদেশি নাগরিক। রাতে তাদের তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে। এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান এম বি বি বিমানবন্দরে আটক ৬ বাংলাদেশী নাগরিক ঘোরাফেরা করছে বলে খবর আসে।
সেই খবরের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা পুলিশের জিজ্ঞাসাবাদে কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি তারা। অবৈধ ভাবে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে এম বি বি বিমানবন্দর হয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ছিল আটক বাংলাদেশীদের। তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান পাসপোর্ট আইনে মামলা নিয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। তারা সকলে এল জি বি টি বলে ধারনা। কি কারণে তারা প্রবেশ করেছে তা জানা নেই কারোর। কিন্তু জেন্ডার পরিবর্তন করার দিকে যে তারা আকর্ষণ বাড়িয়ে চলেছে তা অস্বীকার করার উপায় নেই। এখন দেখার বিষয় পুলিশের তদন্ত কি বের হয়ে আসে।