স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জানুয়ারি : রাজধানীর জেল রোড স্থিত পূর্বাশার আরবান হাট কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্বোত্তর আদি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন অনেক আগে একবার এন.ই.এ.সি-র প্লেনারি সেশন হয়েছিল ত্রিপুরা রাজ্যে। তারপর কিছুদিন পূর্বে ত্রিপুরা রাজ্যে এন.ই.এ.সি-র প্লেনারি সেশন হয়েছিল। চ্যালেঞ্জ নিয়ে এই প্লেনারি সেশনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলকে অষ্ট লক্ষ্মী নাম দিয়েছেন।
আগামিদিনে ভারতবর্ষের অর্থনীতি উত্তর-পূর্বাঞ্চলের উপর নির্ভর করবে। উত্তর-পূর্বাঞ্চলে সবকিছু রয়েছে। কিন্তু আগে কেউ উত্তর-পূর্বাঞ্চলের প্রতি নজর দেয় নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এক্ট ইস্ট পলিসি লাগু করেছেন। ফলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির উন্নয়ন হচ্ছে। উন্নয়নের কোন শেষ নেই বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর আগরতলা বিমান বন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে করা হয়েছে। ২০১৪ সালের পূর্বে সকলে ভাবত যে ভাবে চলছে সেই ভাবে জীবন চলে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই ভাবে জীবন চলবে না। প্রথমে নিজে আত্ম নির্ভর হতে হবে। তারপর অন্যকে আত্মনির্ভর করতে হবে।
জনজাতিদের জীবন মান উন্নয়নের জন্য ট্রাইফেড ও মার্কফেড একসাথে কাজ করছে। এইটা অত্যন্ত জরুরী। অন্তিম ব্যক্তির উন্নয়ন সরকারের লক্ষ্য বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন অন্তিম ব্যক্তির উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধায়ক দীপক মজুমদার, মার্কফেডের চেয়ারম্যান সহ অন্যান্যরা। রাজধানীর জেল রোডস্থিত পূর্বাসার আরবান হাট কমপ্লেক্সে ১০ দিন ব্যাপী চলবে এই পূর্বোত্তর আদি বাজার। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পূর্বোত্তর আদি বাজারের বিভিন্ন স্টল গুলি ঘুরে দেখেন।]