স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জানুয়ারি : স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল এক অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমনির বিরুদ্ধে। ঘটনা সাব্রুম মহকুমার সাত চাঁদ আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের দাসপল্লী অঙ্গনওয়াড়ি সেন্টারে। স্থানীয়দের অভিযোগ গত ৫ জানুয়ারি থেকে এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমনি সুপ্রিয়া দাস আসছেন না সেন্টারে। এতে করে শিশুদের পঠন পাঠনের উপর ব্যাপক প্রভাব পড়ছে।
অভিযোগ এই সেন্টারের দিদিমণি সুপ্রিয়া দাস প্রায় সময়ই অনুপস্থিত থাকেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তার বাড়ির পাশে হওয়ায় তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে রেজিস্টারে সই করেই চলে আসেন বাড়িতে। যার কারণে স্থানীয়রা রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে। সকলে একত্রিত হয়ে সোমবার ঘেরাও করে এই দিদিমণিকে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয় দিদিমণি সুপ্রিয়া দাস কে। তাকে অন্যত্র বদলি করার দাবি তুলেন স্থানীয়রা।