Saturday, March 22, 2025
বাড়িরাজ্যইজরাইয়েল-র আক্রমণের তীব্র প্রতীবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বামেদের

ইজরাইয়েল-র আক্রমণের তীব্র প্রতীবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বামেদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : প্যালেস্তাইনের উপর ইজরাইয়েল-র আক্রমণের তীব্র প্রতীবাদ জানিয়ে বুধবার মিছিল করল অল ইন্ডিয়া পাস এন্ড সলিডিটারিটি অর্গানাইজেশন। এদিন যুদ্ধ নয়, শান্তি চাই আহবানকে সামনে হয় মিছিল। এই মিছিলে সমস্ত বামপন্থী সংগঠন গুলি অংশ নেয়।

 মিছিল শেষে হয় ওরিয়েন্ট চৌমুহনীতে হয় সভা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সিট্যুর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন প্যালেস্তাইনের গাঁজা ভূখন্ডে ফ্যাসিস্ট ইজরাইয়েল একের পর এক নারি, শিশু হত্যাকান্ডের সঙ্গে নিজেদের যুক্ত করে ফেলেছে। বিশ্বে শাস্তি বিনিস্ট করার জন্য যজ্ঞে সামিল হয়েছে। ইজরাইয়েলের আক্রমণে দুই হাজার শিশুর মৃত্যু হয়েছে। বিশ্বের ১২০ দেশ রাষ্ট্র সংঘের শাস্তির স্বপক্ষে প্রস্তাবকে সমর্থন করেছে। এই আগ্রাসনের বিরুদ্ধে ছিল দেশের জনগণ। কিন্তু বর্তমানে বিনষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিনের মিছিলে হাটেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিট্যু-র সভাপতি মানিক দে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য