স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : ট্রেনে অভিযান চালিয়ে ২৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তর। ট্রেনটি ধর্মনগর – শিলচরের মধ্যে চলাচল করে। জানা গেছে বুধবার ভোরে ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়া ট্রেনটিতে ধর্মনগর বন দপ্তরের কর্মীরা অভিযান চালায়।
বগি থেকে উদ্ধার হয় ২৫ ফুট চেরাই সেগুন কাঠ। আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচারের অভিযোগ ছিল। গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বনদপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বনদপ্তর এর কর্মীরা ধর্মনগর শিলচর গামী ট্রেনটিতে তল্লাশি শুরু করে। ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে ২৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।