স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : দশমীর সকালে হলিক্রস স্কুলের নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ধুমাছড়া থানাধীন জামিরছড়া এলাকায়। মৃত কিশোরের নাম প্রশান্ত ত্রিপুরা। বাড়ি জামেরছড়া। ঘটনার বিবরণে জানা যায় প্রশান্ত ত্রিপুরা কাঁঠালছড়া হলিক্রস স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।
পুজোর ছুটিতে বাড়িতে এসে গত ২০ অক্টোবর বন্ধুবান্ধবের সাথে পুজো দেখতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর ২৩ অক্টোবর ধূমাছড়া থানায় নিখোঁজ ডাইরি করে তার পরিবার। কিন্ত তার হদিশ পাওয়া যাচ্ছিল না। প্রশান্তের বড় বোনের জামাই তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে প্রশান্ত সহ তারা সেদিন ড্রাগস নিতে জামিরছড়া ফরেস্ট কোয়ার্টারের পেছনে গিয়েছিল।
প্রশান্তের ওভারডোস হওয়ায় তাকে সেখানে ফেলেই তারা পালিয়ে যায়। বিষয়টি অবগত হয়ে সেই বন্ধুটিকে সঙ্গে নিয়েই ২৪ অক্টোবর সকালে ধুমাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রশান্তের নিতরদেহ উদ্ধার করে। ড্রাগসের ওভারডোজের ফলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। ময়না তদন্তের জন্য মৃতদেহ ধূমাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর আসল রহস্য বার করতে সন্ধান প্রদানকারী বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলে সূত্রের খবর। ড্রাক্সের মারন নেশার কবলে গোটা মহকুমার কিশোর কিশোরী থেকে যুবক-যুবতী তার এটা জলজ্যান্ত প্রমাণ।