স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : আনুষ্ঠানিক ভাবে চিরাচরিত নিয়ম মেনে মঙ্গলবার রাজভবনে বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যকে গার্ড অফ অনার প্রদান করা হয়। ভাব গম্ভীর পরিবেশে বিদায় জানানো হল ত্রিপুরার ১৯ তম রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যকে।
২০২১ সালের জুলাই মাসে তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এদিনের গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্যসচিব জে কে সিনহা, পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। বিদায় নেওয়ার আগে বেশ খানিক ক্ষন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব প্রতিপালন করে গেছেন বিদায়ী রাজ্যপাল। সুসম্পর্ক ছিল সরকারের সঙ্গে। ২০ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বুধবার বিকালে রাজ্যে আসবেন তিনি। বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। নতুন রাজ্যপালকে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী রাজ্যপালের দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিজয়া দশমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।